ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবুজবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ২২, ২০১৮
সবুজবাগে বৃদ্ধকে পিটিয়ে হত্যা সবুজবাগ

ঢাকা: রাজধানীর সবুজবাগে আবদুর সাত্তার (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (২১ মে) বিকেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

 

আবদুর সাত্তার স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে সবুজবাগ মাদারটেক চেয়ারম্যান বাড়ি এলাকায় থাকতেন।

তার ছেলে শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে নন্দীপাড়া সিসিলি গার্মেন্টসের সামনে একটি চায়ের দোকানে তিনিজন লোক ঝগড়া করছিলেন। এসময় বাবা তাদের ঝগড়া থামাতে গেলে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন তারা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মনিবুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেলে নন্দীপাড়া প্রজেক্টের একটু আগে সিসিলি গার্মেন্টসের সামনে ওই এলাকার রহিম ও তার ছেলে সুমনের সঙ্গে হানিফ নামে একজনের কোনো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। এসময় তাদের ঝগড়া থামাতে গেলে রহিম ও সুমন সাত্তারকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, রহিম ও তার ছেলে সুমনকে গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ২২, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।