ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে ব্যবসায়ীদের হামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ২২, ২০১৮
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে ব্যবসায়ীদের হামলা ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে ব্যবসায়ীদের হামলা

ফেনী: ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা করে দোষীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে শহরের মিজান রোড়ের গ্র্যান্ড হক টাওয়ারের মায়াবী ফ্যাশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে শহরের গ্র্যান্ড হক টাওয়ারের মায়াবী ফ্যাশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় শাড়ির চালানের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানের মালিক আলমকে জেল-জরিমানা করা হয়।

এ সময় মার্কেটের অপর ব্যবসায়ীরা জোর করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের বিচারককে অবরুদ্ধ করে রাখেন।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম ও ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরীর নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মার্কেটের মালিক ইমন উল হক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে পুলিশ আলোচনায় বসেছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।