ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ৬৪ দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
বাগেরহাটে ৬৪ দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

বাগেরহাট: বাগেরহাটে বিভিন্ন সময় অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২২ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্রদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

এসময় উপস্থিত ছিলেন- বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান ও উপজেলা প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।

জানা যায়, বাগেরহাট সদর উপজেলায় বিভিন্ন সময় অগ্নিসংযোগ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায়, দরিদ্র ৬৪ পরিবারের মাঝে ১০৭ বান ঢেউটিন ও নগদ অর্থ তিন লাখ ২১ হাজার টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।