ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মে ২২, ২০১৮
মাদকবিরোধী অভিযানে সিরাজগঞ্জে গ্রেফতার ২০ প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল, হেরোইন ও গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার (২১ মে) সকাল থেকে মঙ্গলবার (২২ মে) দুপুর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে সিরাজগঞ্জ পৌরসভা এলাকার রেলওয়ে কলোনি মহল্লার ইদ্রিস আলীর স্ত্রী চম্পা খাতুন, মালশাপাড়া মহল্লার বাবুর ছেলে ইমরান হোসেন, সাহেব আলীর ছেলে মিরাজ ও আশানের ছেলে রাসেলের নাম জানা গেছে।

 

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বাংলানিউজকে জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১০টি মামলায় ১৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল, ২৮ গ্রাম হেরোইন ও ৯শ’ ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাসহ চার জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।