ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ২২, ২০১৮
বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

বাগেরহাট: বাগেরহাট জেলার নয় উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জন আটক করা হয়েছে। 

সোমবার (২১ মে) সকাল থেকে মঙ্গলবার (২২ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।

আটকদের মধ্যে ১৪ জন মাদকসেবী ও মাদক মামলার আসামি।

অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি বলে জানা যায়।  

বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জন আটক করা হয়েছে। এদের মধ্যে মাদক মামলায় শরণখোলা উপজেলায় তিনজন, চিতলমারিতে দু’জন, মোল্লাহাটে তিনজন, বাগেরহাট সদরে একজন মোরেলগঞ্জে একজন, কচুয়ায় দু’জন, রামপাল একজন এবং মোংলায় একজন রয়েছে।  

অভিযানের সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad