ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা আমজাদ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
নেত্রকোনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা আমজাদ নিহত নিহত মাদক বিক্রেতা আমজাদ হোসেন ও আহত পুলিশ সদস্য

নেত্রকোনা: নেত্রকোনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী মো. আমজাদ হোসেন (৩২) নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ মে) ভোরে জেলা সদরের বড়ওয়ারী বালু ঘাটে এ ঘটনা ঘটে।  

নিহত আমজাদ শহরের পশ্চিম নাগড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে নানারকম অপরাধ অপকর্মে লিপ্ত ছিলো বলে জানা যায়।

এদিকে বেঁচে যাওয়া সন্ত্রাসী বাহিনীর সদস্যরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম হেরোইন ও ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে বলেন, আমজাদের দেওয়া তথ্য মতে তাকে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খানসহ সঙ্গীয় ফোর্স অস্ত্র উদ্ধার করতে বড়ওয়ারী বালু ঘাট এলাকায় যান। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমজাদের সন্ত্রাসী বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক বিক্রেতা হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী আমজাদ নিহত হয়।

এ ঘটনায় ওসি, এসআইসহ বেশ কয়েজন পুলিশ আহত হন। তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

আমজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।