ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে পাঁচ হাজার লিটার চোলাই মদসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মে ২২, ২০১৮
গাজীপুরে পাঁচ হাজার লিটার চোলাই মদসহ আটক ২ পুলিশের হাতে চোলাই মদসহ আটক দুইজন, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর থেকে পাঁচ হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মে) সকালে জয়দেবপুর থানার কুমারখাদা এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমারখাদা এলাকার মৃত হাবিবুল্লার ছেলে মো. মামুন মিয়া (৩০) ও একই এলাকর শ্রী সুর্বণ চন্দ্র বর্মনের ছেলে সম্ভু চন্দ্র বর্মন (৪০)।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, কুমারখাদা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদসহ মামুন মিয়া ও সম্ভু চন্দ্র বর্মন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ২২, ২০১৮ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।