ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় মার্কেটে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মে ২২, ২০১৮
কুলাউড়ায় মার্কেটে অগ্নিকাণ্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মার্কেটে অগ্নিকাণ্ড

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২২ মে) সকাল ১০টার দিকে পৌরশহরের স্কুল চৌমুহনী এলাকার একটি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকার একটি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে কয়েক মিনিটের ব্যবধানে প্রায় আটটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া ফায়ার স্টেশনের ফায়ারম্যান তপন ভৌমিক বাংলানিউজকে বলেন, আগুনে মার্কেটের আটটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। যার মধ্যে তুলার গুদাম, ভ্যারাইটিজ স্টোর, কনফেকশনারি ও লাইব্রেরি দোকান রয়েছে। এ ঘটনায় আনুমানিক আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।