ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে ডাকাতি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানে কুষ্টিয়া-মেহেরপুর মহাড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার (২১ মে) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা যায়, উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী একরামুল মণ্ডল (২৭) ঢাকা থেকে জেদ্দা ও জননী ট্রান্সপোর্টে করে কিছু সার্জারির মালপত্র আনান।

রাতে এসব মালপত্র নিজের আগলামনে (শ্যালো ইঞ্জিন চালিত এক ধরনের গাড়ি) নিয়ে কুষ্টিয়া শহরের থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভাঙ্গা বটতলা নামক স্থানে এলে পাঁচ/সাতজন ডাকাত তার গাড়ি থামিয়ে তাকে পিটিয়ে বেঁধে রেখে মালপত্রসহ আগলামনটি নিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। এখন খোঁজ খবর নিয়ে দেখছি।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।