ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, মে ২২, ২০১৮
গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ আটক ৩ প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ও ৭০ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) রাতে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-সদর উপজেলার ফকিরপাড়ার মৃত খায়রুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৪০), পলাশবাড়ি উপজেলার ঝালিংগি গ্রামের মৃত রুহুল আমিন সরকারের ছেলে নাজমুল সরকার (২২) এবং সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামের আকবর আলী সরকারের ছেলে নাজমুল প্রামাণিক (২০)।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

তিনি আরো জানান, আটক তিনজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ