ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ২১, ২০১৮
বগুড়ায় ট্রলি উল্টে প্রাণ গেল চালকের দুর্ঘটনাকবলিত ট্রলি, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রলি উল্টে চালক জাকারিয়া হোসেন (২৫) নিহত হয়েছেন।

নিহত জাকারিয়া নন্দীগ্রাম উপজেলার বর্ষণগ্রামের আবু তালেবের ছেলে।

সোমবার (২১ মে) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ট্রলিযোগ বিদ্যুতের খুঁটি নিয়ে মথুরাপুর এলাকায় যাচ্ছিলো জাকারিয়া। এসময় ট্রলিটি মির্জাপুর আমবাগান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি উল্টে মহাসড়কের পাশে একটি খাদে পড়ে ঘটনাস্থলেই চালক জাকারিয়ার মৃত্যু হয়।

শেরপুর থানার উপ পরিদর্শক (এসআই) ওসমান গণি বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে আস‍া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।