ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ২১, ২০১৮
নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক কাল বৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত ধর্মপাল ইউনিয়নের কৃষকরা মানববন্ধন করেছে। 

সোমবার (২১ মে) সকালে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন- কৃষক হাবিবুর রহমান, আখতারুজ্জামান, সুফিয়ার রহমান, এমদাদুল হক, আঞ্জারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন থেকে কৃষি ঋণ, বকেয়া বিদ্যুৎ বিল, এনজিও ঋণসহ ছয় মাসের জন্য কিস্তি বন্ধ রাখার দাবি জানান বক্তারা। এছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল সরবারহের দাবিও জানানো হয়েছে।  

এ ব্যাপারে ধর্মপাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিনুর রহমান বাংলানিউজকে জানান, ৫ নম্বর ধর্মপাল ইউনিয়নের ৪, ৫, ও ৬ নম্বর ওয়ার্ডে সাম্প্রতিক কাল বৈশাখীর ঝড়ে ধান, পাট, মরিচ ও ভুট্টাসহ বিভিন্ন ফসল বিনিষ্ট হয়। এতে কৃষকদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।