ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ৬ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ২১, ২০১৮
মাদারীপুরে ৬ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে উপকরণ বিতরণ মাদারীপুরে ৬ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে উপকরণ বিতরণ

মাদারীপুর: মাদারীপুরে অস্বচ্ছল ছয় মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আয়ের উৎস হিসেবে ভ্যানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

সোমবার (২১ মে) বিকেলে শহরের থানতলি আনসার ক্যাম্পের সামনে সোহার্দ্য নারীকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে জেলার অস্বচ্ছল ছয় মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে একটি করে ভ্যান, দোকানের জন্য প্রসাধন সামগ্রী, চাল ও মুদি মালপত্র বিতরণ করা হয়।

সোহার্দ্য নারীকল্যাণ সংগঠনের সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক, শেখ নাসির উদ্দিন, মাদারীপুর সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলী হোসেন কাজী, মাদারীপুর সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর, পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সোহার্দ্য নারীকল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ফাতেমা পারভিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।