ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএমপি পুলিশের হস্তক্ষেপে ৪ কি.মি. সড়ক দখলমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মে ২১, ২০১৮
বিএমপি পুলিশের হস্তক্ষেপে ৪ কি.মি. সড়ক দখলমুক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরের কাশিপুর থেকে আমতলার মোড় পর্যন্ত চার কিলোমিটার ফোরলেন সড়কে যানবাহন চলাচল সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে সড়কটি বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ নির্মাণ করলেও তা সচল রাখার উদ্যোগ নিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (২১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বাড়তি দুই লেন সড়কে থাকা সব অবৈধ স্থাপনা ও মালামালের স্তূপ সরিয়ে ফেলা হয়েছে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহানাজ পারভীন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কাশিপুর থেকে আমতলার মোড় পর্যন্ত সিঅ্যান্ডবি রোডের মূল সড়কের সঙ্গে আরও দুটি লেন অবৈধ স্থাপনার পাশাপাশি বিভিন্ন ভবনের নির্মাণ সামগ্রী রেখে অবৈধভাবে দখল করা হয়েছিল। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে সড়কটি সচল রাখার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ