ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ২১, ২০১৮
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে বৈদ্যুতিক পাখা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

সোমবার (২১ মে) দুপুরে ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- আজিজার রহমান (৪৫) ও বেলাল মিয়া।

বেলাল মধ্য ধানঘড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।   

স্থানীয়রা জানান, প্রতিবেশী চাচা আজিজার নিজ বৈদ্যুতিক পাখা ঠিক করার জন্য ভাতিজা বেলালকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে পাখা মেরামতের সময় বেলালের কথামতো সুইচ টিপে দেন আজিজার। এ সময় বেলাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। বেলালকে বাঁচাতে আজিজার এগিয়ে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সদর হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময় ১৭৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।