ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাপাড়ায় অপহৃত কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ২১, ২০১৮
কলাপাড়ায় অপহৃত কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার অপহরণকারী এনামুল হাসান, ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহরণের ১৪দিন পর বরিশাল নগরের পুলিশ লাইন এলাকা থেকে এক কলেজছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী এনামুল হাসানকে আটক করা হয়েছে।

সোমবার (২১ মে) ভোরে পুলিশ লাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

এনামুল হাসান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পুর্ব হাজীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ মে বিকেলে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহৃত হয় ও কলেজছাত্রী। পরে ৭ মে এ বিষয়ে তার বাবা কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার বরিশাল কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় কলাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।

এসআই নাজমুল হাসান জানান, এরআগেও এনামুল হাসানের বিরুদ্ধে নানান ধরনের অপরাধ করার অভিযোগ রয়েছে। তাকে আটকের পর অপহৃতার বাবার দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া ভিক্টিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই নাজমুল হাসান।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ২১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।