ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বজনদের কাছে ফিরতে আহত বৃদ্ধের আকুতি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ২১, ২০১৮
স্বজনদের কাছে ফিরতে আহত বৃদ্ধের আকুতি  অজ্ঞাতপরিচয় বৃদ্ধ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। তিনি কথা বলতে পারছেন না। তবে তার চোখ সব সময় খুঁজে ফিরছে স্বজনদের। 

উপজেলা প্রশাসন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে চেষ্টা অব্যাহত রেখেছে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল কারিম রাজিব স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

 

গত ১৪ মে রাতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে কমলনগর থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ধারণা করা হচ্ছে বৃদ্ধ আগে স্ট্রোক করায় কথা বলতে পারছেন না। তিনি বার্ধক্যজনিত রোগেও ভুগছেন। তাকে স্বজনদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করা হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ২১, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad