ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ২১, ২০১৮
জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ৪০ আটক মাদক বিক্রেতা ও মাদকসেবীরা। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৪০ জন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ মে) রাত ১২টা থেকে সোমবার (২‌১ মে) দুপুর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মমিনুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে শহরের স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুস সামাদ (৬০) ও তার স্ত্রী মালেকা বানুকে (৫৫) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়াও মাদকবিরোধী অভিযানে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আরও ৩৮জন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

আটকদের আদালতের মধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।