ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা নিহত নিহত লিয়াকত আলী মণ্ডলের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বেলপুকুর থানাধীন ছোট জামিরা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক বিক্রেতা লিয়াকত আলী মণ্ডল (৩৮) নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও ৮২৩ পিস ইয়াবা পাওয়া গেছে।

রোববার (২০ মে) গভীর রাতে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত লিয়াকত পুঠিয়া উপজেলার নামাজগ্রামের জাব্বার আলীর ছেলে।

বিষয়টি বাংলানিউজ জানিয়েছেন র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম।

মেজর এএম আশরাফুল বাংলানিউজকে জানান, ক্ষুদ্র জামিরা গ্রামের একটি আম বাগানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক বিক্রেতারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছুড়লে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লিয়াকতকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেজর আশরাফ জানান, লিয়াকতের বিরুদ্ধে রাজশাহী ও নাটোরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। র‌্যাবের ওপর হামলা, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হবে।

দুপুরে লিয়াকতের মরদেহ ময়নাতদন্তের পর  আত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, মে ২১, ২০১৮/ আপডেট: ১১১৩
এসএস/এসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।