ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় হোটেল থেকে বিদেশি মদ জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৮
গাইবান্ধায় হোটেল থেকে বিদেশি মদ জব্দ, আটক ৩ জব্দকৃত মদসহ আটক তিনজন

গাইবান্ধা: গাইবান্ধা শহরের ফুড ভিলেজ নামে একটি হোটেলের গুদাম থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর একটি দল। রোববার (২০ মে) সন্ধ্যায় প্রেস বিফ্রিংয়ে র‌্যাব এতথ্য নিশ্চিত করে।

প্রেস বিফ্রিংয়ে জানানো হয়, শহরের সার্কুলার রোডের ফুড ভিলেজের মালিক শহরের ডেভিট কোম্পানি পাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে রায়হান কবির সেলিম দীর্ঘদিন ধরে  হোটেল ব্যবসার অন্তরালে মাদকের ব্যবসা করে আসছিলেন।

গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালোনো হয়।

এসময় ৬৪০ ক্যান বিয়ার, ৪ বোতল ভোদকা এবং এক বোতল হুইসকি জব্দ করা হয়।

অভিযানের সময় রায়হান কবির সেলিম কৌশলে পালিয়ে গেলেও তার তিন কর্মচারীকে আটক করা হয়।

আটকরা হলেন-সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের নফসের আলীর ছেলে সবুজ মিয়া (৩০), একই উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে জাকির হোসেন (৩০) ও শহরের পশু হাসপাতাল মোড় এলাকার আব্দুর রউফের ছেলে নাছির উদ্দিন (২৮)। তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মে ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।