ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে ১০ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ২০, ২০১৮
বড়াইগ্রামে ১০ ব্যবসায়ীকে জরিমানা

নাটোর: নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি অভিযানে ১০টি দোকান মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ মে) বিকেলে ইউএনও আনোয়ার পারভেজ ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাক এ অভিযান পরিচালনা করেন।  

জানা যায়, উপজেলার কয়েন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর আপরাধে মিষ্টি ব্যবসায়ী শাহান ও মোজাফরকে তিন হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার।

অপরদিকে, মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে বনপাড়া বাজারের আট দোকানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আনোয়ার পারভেজ বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।