ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে শিশুনিবাসে রাখার নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে শিশুনিবাসে রাখার নির্দেশ উদ্ধার হওয়া নবজাতকটি

নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে (ছেলে) রাজশাহী ছোট মণি শিশুনিবাসে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ মে) দুপুরে আদালতে নেয়া হলে নওগাঁর শিশু আদালতের বিচারক মো. শরিফুল ইসলাম এ রায় দেন। ইতোমধ্যে শিশুটিকে নেওয়ার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তিনজন আবেদন করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৫ মে) উপজেলার মহাদিঘী গ্রামের জোসনা বেওয়া (৫২) এক নারী পার্শ্ববর্তী রাজশাহীর মোহনপুর থেকে আত্রাইয়ে আসছিলেন। তিনি তুলশিক্ষেত্র মাঠ এলাকায় পৌঁছালে একটি নবজাতককে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে নবজাতকটিকে তিনি আত্রাই থানায় নিয়ে যান। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার পাঁচদিন পর রোববার সকালে শিশুটি সুস্থ হলে আত্রাই থানা পুলিশের মাধ্যমে নবজাতকটিকে আদালতে নেওয়া হয়।

আত্রাইয় থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরুজ মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।