ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ১৩ অবৈধ অনুপ্রবেশকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ২০, ২০১৮
বেনাপোল সীমান্তে ১৩ অবৈধ অনুপ্রবেশকারী আটক বিজিবি হাতে আটক নারী, পুরুষ ও শিশুরা, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২০ মে) দুপুর ১টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

আটকদের মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছে।

তাদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী এলাকায় অভিযান চালিয়ে নারী পুরুষসহ ১৫ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

২১ ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ২০, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।