ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অংক না পারায় ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ২০, ২০১৮
অংক না পারায় ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ আহত শিক্ষার্থীরা-ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি কিন্ডারগার্টেন স্কুলে অংক না পারায় তিন শিক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এ শিক্ষকের বিরুদ্ধে।

রোববার (২০ মে) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির তিন শিক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে আহত করা হয়।  

শিক্ষার্থীরা হলো- চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারুফ সরকার, নীরব ভূঁইয়া, লোকমান হোসেন।

তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই শিক্ষার্থীরা অভিযোগ করে, রমজান মাসেও তাদের স্কুলে ছুটি নেই। ক্লাস চলাকালীন শিক্ষক মাঈনুদ্দিন রনি তাদের অংক করতে বলেন। এ সময় একটি অংক না পারায় তাদের মারধর করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাঈনুদ্দিন রনি’র মোবাইলে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।

তবে কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা শেখ মো. জুনায়েদ জানান, এ ঘটনায় তিনি মর্মাহত। সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।