ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় জাল-ট্রলারসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২০, ২০১৮
পাথরঘাটায় জাল-ট্রলারসহ আটক ২

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর পাচচুঙ্গা এলাকা থেকে চুরি হওয়া ৫০ হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। 

রোববার (২০ মে) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- পিরোজপুর সদর উপজেলার চরলোহাঘাটা গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে সাইফুল ইসলাম (৫০) ও বরগুনা উপজেলার নলী গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে নাসির (৪৫)।

থানা ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীর কালমেঘা এলাকায় নদীর পার থেকে জেলেদের নামবিহীন একটি ট্রলার ও ৫০ হাজার মিটার জাল চুরি করে নিয়ে পালাছিলেন আটক ওই দুই জেলে। বিষয়টি জানতে পেরে পেছন থেকে ধাওয়া করে সদর ইউনিয়নের পাচচুঙ্গা এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে কোস্টগার্ড ও পুলিশ।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ বাংলানিউজকে বলেন, জাল ও ট্রলারসহ আটক ওই দুই জেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।