ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে ছাত্রসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মে ২০, ২০১৮
অবৈধ অনুপ্রবেশের দায়ে ফুলবাড়ী সীমান্তে ছাত্রসহ আটক ৪

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রবিউল ইসলাম (২৫) নামে এক কলেজছাত্রসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

রোববার (২০ মে) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল রকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৯ মে) দিনগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কুরুষাপেরুষা সীমান্তের আন্তজার্তিক পিলার নম্বর ৯৩৫/৬ এর কাছ থেকে তাদের আটক করা হয়েছে। এসময় ভারতীয় একটি সিম কার্ডসহ কলেজছাত্র রবিউল ইসলামকে আটক করে।

রবিউল ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে।

তারা হলেন- পাবনা জেলার ঈশ্বরদী থানার আওতাপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে অস্ত্র মামলার আসামি জিয়াউল হক (৩৫), একই থানার রুপপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জালাল উদ্দিন (৩৮) ও ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মাদক মামলার আসামি তৈয়ব আলী (৫৫)।

আটক জিয়াউল হকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় দুইটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানান পুলিশের এএসআই আব্দুর রকিব।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।