ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, মে ২০, ২০১৮
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২০ মে) দুপুর দেড়টার দিকে রামপুরার মৌলভীরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতের মেয়ে হালিমা আক্তার বাংলানিউজকে জানান, তারা মৌলভীরটেক ২৭/৫ নম্বর নিজস্ব বাসাতে থাকেন। দুপুরে তার মা রাজিয়া তাদের ভবনের পাশে একটি টিনশেড বাসার চালে উঠেন লাকড়ি শুকানোর জন্য।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। চালাটি আগে থেকে বিদ্যুতায়িত ছিল। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বারডেম হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।