ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিরলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, মে ২০, ২০১৮
বিরলে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গালকাটা বাবু (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার ( ২০ মে)  ভোরে উপজেলার দুই নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা দীঘিপাড় বাজার এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত বাবু ওই এলাকার মৃত ওহাব আলীর ছেলে।

 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গালকাটা বাবু দীর্ঘদিন যাবত গাঁজা, ফেনসিডিল ও ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক মামলায় তিনি সাত বছর কারাদণ্ড ভোগ করেছেন। তারপরও মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল তিনি। ভোরে তাকে আটক করার জন্য পুলিশ অভিযানে গেলে পু‌লিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বাবু। এ সময় পু‌লিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।  

পরে ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আব্দুল মজিদ।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মে ২০, ২০১৮
এমআইআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ