ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৮
রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর রায়েরবাজার পুলপাড় এলাকায় একটি নির্মাণাধীন ৫ তলা ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন রাজিব হোসেন (১৭) নামে আরেক শ্রমিক।

শুক্রবার (১৯ মে) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় দুলালকে মৃত ঘোষণা করেন।

আহত রাজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শ্রমিকের সহকর্মী মোহাম্মদ হাবিব বাংলানিউজকে জানান, পুলপাড়ের পাবনা হাউজ গলির একটি নির্মাণাধীন ৫ম তলা ভবনের ছাদে নিচ থেকে দড়ি বেঁধে রড উঠানোর সময় বিদ্যুতের তারে রডটি লেগে দুলাল ও রাজিব বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দুলালের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৮
এজেডএস/এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।