ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
সিংড়ায় ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

নাটোর: পবিত্র রমজানে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে নাটোরের সিংড়া পৌর শহরের বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডার ও মুদি দোকানে অভিযান চালিয়ে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ মে) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার।

অভিযানকালে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শিপ্রা দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের পঁচা মিষ্টি ও সুবাস চন্দ্র দাসের মুদি দোকানে অভিযান পরিচালনা করে পঁচা খেঁজুর জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও পৌর শহরের ১৩টি মুদি দোকানে বিভিন্ন অনিয়ম ও খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।