ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনিদ্র রজনী উপহার দিয়ে শান্ত হয়েছে খোয়াই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৮
বিনিদ্র রজনী উপহার দিয়ে শান্ত হয়েছে খোয়াই খোয়াই নদী

হবিগঞ্জ: ভারতের ত্রিপুরা রাজ্যে সৃষ্ট বন্যার কারণে খোয়াই নদীর বাধ খুলে দেয়ায় শুক্রবার (১৮ মে) সারারাত আতঙ্কে ছিলো হবিগঞ্জ শহরবাসী।

অনেকেই রাত জেগে পাহারা দিয়েছেন নদীর বাধ। শহরের কামড়াপুর এলাকার বাধে লিকেজ দেখা দিলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পানি উন্নয়ন বোর্ড শুক্রবার গভীর রাতে বালির বস্তা এবং জিও টেক্সটাইল দিয়ে লিকেজটি বন্ধ করে।  

তবে শুক্রবার শহরবাসীকে আতঙ্কে রেখে বিনিদ্র রজনী উপহার দিলেও শনিবার (১৯ মে) কমতে শুরু করেছে পানি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত বাংলানিউজকে জানান, শুক্রবার দিন থেকে রাত পর্যন্ত খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে ১১.৫০ মিটার পর্যন্ত প্রবাহিত হয়। যা ছিল বিপদসীমার ২০০ সেন্টিমিটার বেশি। তবে শনিবার সকাল থেকেই কমতে থাকে পানি। শনিবার সন্ধ্যায় পানি ছিল ৯.৭ মিটার। যা বিপদসীমার ২০ সেন্টিমিটার বেশি।

তিনি আরও জানান, যেহেতু ভারতের ত্রিপুরা রাজ্যে এখনও বন্যার প্রভাব রয়েছে সেক্ষেত্রে আবারও বাধ খুলে দিলে পানি বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।