ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উখিয়ায় ট্রাকচাপায় টমটম চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
উখিয়ায় ট্রাকচাপায় টমটম চালক নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় ট্রাকচাপায় রিদুয়ানুর রহমান বাবু (১৮) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। 

শনিবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাবু উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়াপালং গ্রামের নুরুল হক সওদাগরের ছেলে।

আহতরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়াপালং গ্রামের জালাল আহমদের ছেলে আবদুল আলম (২৮) ও সৈয়দ আহমদের ছেলে শাহ আলম (১৫)।  

প্রত্যক্ষদর্শী জানায়, সকালে কক্সবাজার থেকে পণ্য বোঝাই একটি ট্রাক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি টমটমকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলে টমটম চালক বাবু মারা নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।