ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
বড়াইগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অপরাধে আটক ১ 

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া বাজারে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের অপরাধে আসাদুজ্জামান (৩২) নামে এক ক্যাবল ব্যবসায়ীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ মে) দুপুরে এ আদালত পরিচালনা করেন রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল। আসাদুজ্জামান উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের জমসেদ মাস্টারের ছেলে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (অর্থ) সেলিম হোসেন বাংলানিউজকে জানান,  ২০১৫ সাল থেকে অবৈধভাবে বিদ্যৎ সংযোগ নিয়ে ক্যাবল অপারেটরের কন্ট্রোল রুম পরিচালনা করে আসছিলেন আসাদুজ্জামান। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আটক করা হয়। আটকের পর নিজের দোষ স্বীকার করায় আসাদুজ্জামানকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।