ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে স্টার লাইন সুইটসের বাহারি ইফতার

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
ফেনীতে স্টার লাইন সুইটসের বাহারি ইফতার ফেনীতে স্টার লাইন সুইটসের বাহারি ইফতার। ছবি: বাংলানিউজ

ফেনী: রোজাদারদের রসনা বিলাসের চাহিদা মেটাতে এবারও স্টার লাইন সুইটস ফেনীতে নিয়ে এসেছে বাহারি স্বাদে ও বৈচিত্রে ভরপুর ইফতার সামগ্রী।

জেলা শহরের স্টার লাইন সুইটসের সবগুলো শোরুমে পাওয়া যাচ্ছে এসব মজাদার ইফতার সামগ্রী। ইতোমধ্যে এসব ইফতার সামগ্রী মনযোগ আকর্ষণ করেছে ক্রেতাদের।

ফেনীতে স্টার লাইন সুইটসের বাহারি ইফতার।  ছবি: বাংলানিউজশনিবার (১৯ মে) স্টার লাইন সুইটসের শোরুমগুলো ঘুরে দেখা যায়, নিজেদের পছন্দ অনুযায়ী ইফতার সামগ্রী কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। রসনা বিলাসের স্টার লাইনের ইফতার আয়োজনে আভিজাত্য আছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।

বাংলানিউজের সঙ্গে কথা হয় স্টার লাইন গ্রুপের পরিচালক(বিপণন)মাঈন উদ্দিনের।

তিনি জানান, মাহে রমজানে ইফতার সামগ্রীতে বৈচিত্র্য আনতে স্টার লাইন সুইটস নিয়ে এসেছে অর্ধশতাধিক পদের বাহারি সুস্বাদু ইফতার পণ্যের সমাহার। ফেনীতে স্টার লাইন সুইটসের বাহারি ইফতার।  ছবি: বাংলানিউজএরমধ্যে উল্লেখ্যযোগ্য বাকলোভার প্রতি পিস ৯০, চিকেন মাশরুম প্রতি পিস ২০, চিকেন শিম কাবাব প্রতি পিস ২০,  চিকেন সাসলিক প্রতি পিস ৬০, জালি কাবাব প্রতি পিস ২০, শামী কাবাব প্রতি পিস ২০ টাকা, প্রন ফ্রাই প্রতি পিস ২০, ইরানী কাবাব প্রতি পিস ৪০, আন্ডা মিঠাই প্রতি পিস ৬০, সিনমাই রুটি প্রতি পিস ৪০, ফিরনি কাপ ২৫, ফিরনি কেজি ২২০, জাম্বো জিলাপি কেজি ১৬০, হাজারি জিলাপি কেজি ১৮০ ও বুরিন্দা কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

মাঈন উদ্দিন আরও জানান, দাম ভেদে ১০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এসব ইফতার সামগ্রী। ফেনীতে স্টার লাইন সুইটসের বাহারি ইফতার।  ছবি: বাংলানিউজপণ্যের মানের ব্যাপারে কথা হয় সাধারণ ক্রেতাদের সঙ্গে।

ফেনী পাঠানবাড়ি এলাকার রফিক আহম্মদ নামে একজন ক্রেতা জানান, স্টার লাইন সুইটসের ইফতার বেশ সুস্বাদু ও স্বাস্থ্যকর। বোঝাই যায় এটি তৈরি করতে মান রক্ষার ব্যাপারে যত্নশীল প্রতিষ্ঠানটি। তাদের আয়োজনেও আছে আভিজাত্যের ছোঁয়া। তবে কিছু কিছু ক্রেতা দাম নিয়ে কিছুটা নাখোশ বলেও জানান তিনি।

এ ব্যাপারে ওই গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন জানান, খাবারের মান আর তৈরির পরিবেশ বজায় রাখাতে পণ্যের দাম বেশি নিতে হচ্ছে। ইফতার সামগ্রী নিয়ে খুব বেশি মুনাফাও নিচ্ছে না প্রতিষ্ঠানটি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।