ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নো-ম্যানসল্যান্ড থেকে রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, মে ১৯, ২০১৮
নো-ম্যানসল্যান্ড থেকে রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের নো-ম্যানসল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে মাইকিং শুরু করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

শনিবার (১৯ মে) সকাল থেকে সেনা পাহারায় সেখানে দফায় দফায় মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে রোহিঙ্গাদের অন্য জায়গায় আশ্রয় নিতে বলছে বিজিপি।

স্থানীয়রা জানান, রোহিঙ্গারা তুমব্রু সীমান্তে পাহাড়ি ঢল থেকে বাঁচতে নো-ম্যানসল্যান্ড এলাকায় নতুন করে ঘরবাড়ি তৈরি করছিলেন। বিজিপি এ ঘর তৈরিতে বাধা দেওয়ার পাশাপাশি সেখান থেকে রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং করছে। এতে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তের দিকে চলে আসতে বাধ্য হচ্ছেন।
এদিকে হঠাৎ করে সেনা টহল ও মাইকিং নিয়ে জিরো লাইনে অবস্থারত রোহিঙ্গারা আতঙ্কে রয়েছেন।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান বাংলানিউজকে জানান, মিয়ানমার সীমান্ত থেকে মাইকিং করা হলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে।
তুমব্রু সীমান্তের নো-ম্যানসল্যান্ডে ৫ হাজার রোহিঙ্গা অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।