ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মিরপুরে রাসায়নিক মেশানো ১১০০ মণ আম ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
মিরপুরে রাসায়নিক মেশানো ১১০০ মণ আম ধ্বংস রাসায়নিক দিয়ে কৃত্রিমভাবে পাকানো আম ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাসায়নিক দিয়ে কৃত্রিমভাবে আম পাকিয়ে বিক্রির অপরাধে এবার মিরপুর এক নম্বরের মাজার রোডের ফলের আড়তে অভিযান চালিয়ে ১১০০ মণ আম ধ্বংস করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়জন আম ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ মে) সকালে মিরপুর এক নম্বর মাজার রোডের ফলের আড়তে র‌্যাব-৪ এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফয়সাল আহমেদ (২৫), মো. নুরুল (৭৩), মো. তাবারুল (২৬), মো. রমজান আলী (২৯), মো. আব্দুস সোবহান (৪২) ও মনিরুল ইসলাম (৫৫)।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে জানান, রমজানে অধিক মুনাফার লোভে ব্যবসায়ীরা কাঁচা আমে ইথোফেনসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দিয়ে জোর করে পাকাচ্ছেন। যা মানবদেহের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। এ জন্য মিরপুর এক নম্বরের মাজার রোডের ফলের আড়তে অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে আম পাকানোর দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১ হাজার ১০০ মণ আম ধ্বংস করা হয়েছে।

** ১০০০ মণ আম ও ৪০ মণ খেজুর ধ্বংস

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।