ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ২ গাড়ির প্রতিযোগিতায় প্রাণ গেলো তরুণীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মে ১৯, ২০১৮
সিলেটে ২ গাড়ির প্রতিযোগিতায় প্রাণ গেলো তরুণীর

সিলেট: সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে এ্যানি বেগম (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

শনিবার (১৯ মে) দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ নয়ামসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যানি বেগম হেতিমগঞ্জ কায়স্তগ্রামের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকার ও অটোরিকশাটি সিলেটে শহরের দিকে যাচ্ছিলো। পথে দুই গাড়ি ওভারটেকিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অটোরিকশার পাঁচযাত্রী। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ‘গাড়ি দু’টি হেতিমগঞ্জ থেকে সিলেট শহরে আসচ্ছিল। পথিমধ্যে প্রতিযোগিতায় ওভারটেকিং করতে যেয়ে দুর্ঘটনা ঘটে। এতে একজন তরুণী নিহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধী ’।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।