ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৮
সাভারে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

সাভার (ঢাকা): ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এরশাদ শিকদার (৩০) মারা গেছেন।

শনিবার (১৯ মে) দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাভারের উত্তর কলমা এলাকার হিরু শিকদারের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার (১৮ মে) রাতে সাইফুল ও তার লোকজন হিরুর ছেলে আলম শিকদার ও এরশাদ শিকদারের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে আলম ও এরশাদকে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এরশাদের মৃত্যু হয়। আলমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।