ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৮
সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু নির্মাণাধীন ভবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে জহুরুল ইসলাম (৩৫) ও বেলাল হোসেন (৩২) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ মে) সকাল ১১টার দিকে শহরের বিএ কলেজ রোড এলাকায় অ্যাডভোকেট কর্নারের নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের আয়নালের ছেলে জহুরুল ও একই গ্রামের মোজাম আলীর ছেলে বেলাল হোসেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে অ্যাডভোকেট কর্নার এলাকায় নির্মাণাধীন ওই ভবনের ছয় তলার দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ দেয়ালের সঙ্গে টাঙানো রশি ছিঁড়ে ওই দুই শ্রমিক নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান জহুরুল। গুরুতর আহত অবস্থায় অপর শ্রমিক বেলালকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বগুড়ায় যাওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৮/আপডেট: ১৩২১ ঘণ্টা/আপডেটেড: ১৫১০ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।