ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ১৮, ২০১৮
বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৪ 

ঢাকা: রাজধানীর বংশালে আগামাসি লেন মসজিদের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ মে) দিনগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সদর দপ্তর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে।

রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।  

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে টেলিফোন অপরেটর সোহাগ মিয়া জানান, একটি ভবনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তারা জানতে পেরেছেন। ফায়ার সদর দপ্তরের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।  

বার্ন ইউনিটের একটি সূত্র জানায়, দগ্ধ রফিকুল ইসলাম, ফারুক, নাইম ও মাহবুবকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে রফিকুলের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আগামাসি লেনে আগুনের ঘটনায় আহতরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এসজেডএস/এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।