ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক ব্যবসায়ীর পিছু নিয়ে সড়ক দুর্ঘটনায় এএসআই আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ১৮, ২০১৮
মাদক ব্যবসায়ীর পিছু নিয়ে সড়ক দুর্ঘটনায় এএসআই আহত আহত এএসআই আমিনুল ইসলাম

ব‌রিশাল: মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে বরিশালের গৌরনদী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

শুক্রবার (১৮ মে) রাত ১০টার দিকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বরিশালের গৌরনদী থানাধীন কটকস্থলে তিনি দুর্ঘটনার শিকার হন।

গৌরনদী থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে কটকস্থলে উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরাও মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া দেয়।

কিছুদূর গেলে এএসআই আমিনুল ইসলামকে বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোটরসাইকেলটিতে অন্য কেউ না থাকায় এএসআই আমিনুল একাই আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলা‌দেশ সময়: ০৩১৬ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।