ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ১৮, ২০১৮
খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপরে খোয়াই নদী

হবিগঞ্জ: জেলার খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১৮ মে) সকাল থেকে পানি বাড়ছিলো। রাত ১১টায় হবিগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত নদীটির পানি ১১ দশমিক ৫০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো, যা বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপরে।

রাত ১১টার দিকে শহরের কামড়াপুর এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে হাওরে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পানি উন্নয়ন বোর্ডের লোকজন সেখানে উপস্থিত হয়ে বাঁধ মেরামত করেন।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ রাত ১১টার দিকে সেখানে উপস্থিত হন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় সেখানে পানি বেড়ে যায়। বৃহস্পতিবার (১৭ মে) রাতে খোয়াই নদীর উজানে থাকা বাঁধটি খুলে দেয় ভারত। এতে খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে থাকে।  

উজানে বৃষ্টির কারণে জেলার অন্য নদী ও হাওরে পানি বাড়ছে বলে জানা যায়।

হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, ঝূঁকিপূর্ণ স্থানগুলো তিনি পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রাতেই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হতে পারে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।