ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৬০৩ বোতল ফেনসিডিলসহ নারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১৮
বেনাপোলে ৬০৩ বোতল ফেনসিডিলসহ নারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬০৩ বোতল ফেনসিডিলসহ আছমা বেগম (২২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আছমা বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের তবিবর রহমানের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বারপোতা গ্রামের তবিবরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘর থেকে ৬০৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আছমাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল বাংলানিউজকে জানান, আছমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ মে) তাকে জেলা আদালতে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।