ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৮
খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে হবিগঞ্জের খোয়াই নদী

হবিগঞ্জ: ভারতের খোয়াই ব্যারেজের গেট খুলে দেওয়ায় হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১৮ মে) সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকে।

সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত নদীর পানি ১১.২০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপরে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত বাংলানিউজকে জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ায় সেখানে পানি বেড়ে যায়। বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাতে ভারত খোয়াই নদীর উজানে থাকা বাঁধটি খুলে দেয়। এতে খোয়াই নদীর পানি দ্রুত বাড়তে থাকে।

এছাড়াও জেলার অন্যান্য নদী এবং হাওরেও পানি বাড়ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad