ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, মে ১৮, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট গজারিয়া অংশে যানবাহনের দীর্ঘ সারি

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে।

শুক্রবার (১৮ মে) সকাল থেকেই জামালদি বাসস্ট্যান্ড থেকে পাখিরমোড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

রোজা শুরুর প্রথম দিনে মহাসড়কে যানজট দেখা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর মধ্যে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি।  

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ঢাকামুখী যানবাহনের চাপ বেশি এই অংশে। কিছুদিন ধরেই মহাসড়কে যানজট অব্যাহত আছে। গজারিয়া অংশের ১৩ কিলোমিটার সড়কে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।