ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গরিবের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বরিশালে আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৮
গরিবের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বরিশালে আটক ১

ব‌রিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় দরিদ্রদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. দেলোয়ার হোসেন ভুট্টো নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ মে) উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন ভুট্টো পূর্বকেশবকাঠি গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

র‌্যাব জানায়, দেলোয়ার হোসেন ভুট্টো ২০১৬ সালে অসহায় ও দরিদ্র মানুষকে ঘরবাড়ি ও গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় গত ৮ মে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা করেন এনজিওকর্মী সোহেলী রহমান।

এরপর বেশ কয়েকদিন পলাতক ছিলেন দেলোয়ার হোসেন ভুট্টো।  

বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্সের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে আটক করা হয়।

বাংলা‌দেশ সময়: ০১৪২ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এমএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।