ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে নকল বিদেশি মুদ্রাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
বরিশালে নকল বিদেশি মুদ্রাসহ আটক ২ আটক ২

ব‌রিশাল: বরিশাল নগরে ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে গিয়ে নকল বিদেশি মুদ্রাসহ (রিয়াল) দুই প্রতারককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মে) দিবাগত রাতে নগরের কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সৌদি আরবের আসলও ২০০ রিয়াল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানার ইউসুফপুর গ্রামের মোতালেব কাজীর ছেলে মানিক কাজী (৩০) ও একই থানার শাখারপাড় গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে সাইফুল ইসলাম (৩২)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম মুন্সি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার বরিশাল নগরের রূপাতলী এলাকার প্রিন্স সুজ নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মালিক জালাল উদ্দিন বাবুলের কাছে সৌদি প্রবাসী পরিচয় দেওয়া মানিক ও সাইফুল বিদেশি মুদ্রা বিক্রি করতে বরিশালে আসেন। এসময় সন্দেহ হলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে নকল ও আসল মুদ্রা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।