ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে ছেলে বিরুদ্ধে পিতাকে গলাটিপে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
কালিয়াকৈরে ছেলে বিরুদ্ধে পিতাকে গলাটিপে হত্যার অভিযোগ

গাজীপুর: কালিয়াকৈর উপজেলার আমদাইরে ছেলের বিরুদ্ধে পিতাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত লিটন মিয়াকে (২৮) আটক করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সুরুজের (৫৫) মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শাহীদা সুলতানা জানান, বিকেলে পিতা পুত্রের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে লিটন ক্ষিপ্ত হয়ে পিতা রফিকুল ইসলাম সুরুজকে মারধোর ও গলাটিপে ধরে। আহত রফিকুল ইসলাম সুরুজকে সন্ধায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।  

খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটনকে আটক করে। কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম মিয়া জানান, পিতাকে মারধোর ও গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে লিটনের বিরুদ্ধে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।  

কালিয়াকৈর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ১৮ মে, ২০১৮।  
আরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad