ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মিটফোর্ড হাসপাতালে হট্টগোল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মিটফোর্ড হাসপাতালে হট্টগোল

ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ মে) রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার ভবনের ৯তলা থেকে পড়ে গুরুতর আহত এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।

সেখানে চিকিৎসাধীন কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পরপরই ওই শিশুটির স্বজনরা চিকিৎসকের ওপরে হাত তোলেন।

বিষয়টি আমাকে জানানো হলে তাৎক্ষণিক পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। এ ঘটনায় সাময়িকের জন্য জরুরি বিভাগের চিকিৎসা ব্যাহত হয়েছে।

বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি এখন পুলিশ দেখছে বলেও জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান হালদার।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad