ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৮
সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে আলমগীর হোসেন ওরফে আলীম নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।  

সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের হায়েজ উদ্দীন সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আলমগীর হোসেন একই গ্রামের ১০ বছরের একটি শিশুকে প্রায় সময়ই উত্ত্যক্ত করতেন। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ২০ এপ্রিল রাত ৯টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে এলে আলমগীর হোসেন তাকে মুখে গামছা বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বাংলানিউজকে জানান, আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।